Skip to content

Latest commit

 

History

History
17 lines (9 loc) · 1.49 KB

File metadata and controls

17 lines (9 loc) · 1.49 KB

Database Replication

Database Replication এর সুবিধা,

  • Performance: যেহেতু সবধরনের Write, Update and Delete Master Database এ হবে এবং সবধরনের Read Slave Database এ হবে সেহেতু একাধিক Query Parallely সংঘটিত হবে যার ফলে Performance Better হবে।

  • Reliability: যদি কোনো Database Server নষ্ট হয়ে যায় তবুও আমরা সেই ডেটা অন্য কোনো Database Server এ পাব। ডেটা নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই।

  • Availability: কোনো Database Server নষ্ট হয়ে যায় তখন আমরা অন্য Database Server থেকে ডেটা নিয়ে আমাদের System/Website কে সচল রাখতে পারি।

  • Reduce Latency: একাধিক Database Server(Slave Database) থাকার ফলে Latency Time reduce হয়।

কিছু Facts,

  • কোনো কারণে যেকোনো Slave Database নষ্ট হয়ে গেলে অন্য Slave Database থেকে ডেটা নেয়া যায়।

  • Master Database নষ্ট হয়ে গেলে, কোনো Slave Database সেই নষ্ট Master Database কে Replace করবে। পরে নতুন Slave Database তৈরি হয়ে পুরনো Slave Database কে Replace করবে।